Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

Ø     উপজেলা সড়ক এবং ইউনিয়ন  গ্রামীণ সড়কসমূহের উন্নয়নের যাবতীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন

Ø     সড়ক কালভার্টসমূহের অবকাঠামো উন্নয়নের কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন।

Ø     সকল প্রাথমিক বিদ্যালয়সমূহের অবকাঠামো উন্নয়ন, মেরামত ওবাস্তবায়ন।

Ø     ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়ন , মেরামত ও বাস্তবায়ন।

Ø     হাট-বাজারসমূহের উন্নয়ন ও বাস্তবায়ন।

Ø     হাট-বাজাসমূহে গ্রোথসেন্টার নির্মাণ ।

Ø     হাট-বাজারে মহিলা বিপনীকেন্দ্র পরিচালনা ওরক্ষণাবেক্ষণ।

Ø     গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট গ্রামের সমিতির মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও ঋণকার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন।

Ø     সরকার ঘোসিত বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন।

Ø     আরইআরএমপি মহিলা কর্মীদের মাধ্যমে ৫ বছর ব্যপী রাস্তা রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ ও বাস্তাবায়নের মাধ্যমে দু:স্থ মহিলাদের আত্মনির্ভরশীল ওস্বাবলম্বীকরণ।

Ø     এলসিএস দলের মাধ্যমে বছর ব্যপী রাস্তা রক্ষণাবেক্ষণ,কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে গরীব দু:স্থদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল ওস্বাবলম্বী করণ।

Ø     এডিপি অর্থায়নে প্রকল্প গ্রহণ ওবাস্তবায়ন।

Ø     সমন্বিত শিক্ষা কার্যক্রম জরীপ ও মনিটরিংকরণ ।

Ø     জেন্ডার উন্নয়ন ও কার্যক্রম পরিচালনা।

Ø     সড়ক নিরাপত্তা কার্যক্রমের সচেতনতা সৃষ্টি ।

Ø     দু:স্থ মহিলা কর্মীদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান।