স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাংলাদেশের বড় সরকারী প্রতিষ্ঠানগুলির একটি, যার উপরে স্থানীয় পর্যায়ে পল্লী, নগর ও ক্ষুদ্রাকার পানি সম্পদ অবকাঠামো উন্নয়ন কর্মসূচীর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব অর্পিত। প্রতিষ্ঠানটি প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার সকল স্তরে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও বটম-আপ পরিকল্পনা নিশ্চিত করার জন্য স্থানীয় অংশীদারদের নিয়ে কাজ করে। এলজিইডির মূল উন্নয়ন কার্যক্রমের উদ্দেশ্য হল অংশীদারদের দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় অবকাঠামোগত সেবা প্রদানের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃজনে এলজিইডি শ্রম-ঘন প্রযুক্তি প্রসারে অগ্রাধিকার প্রদান করে এবং যথাযথ গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করে সর্বোত্তম পর্যায়ে রাখার জন্য নির্মান ও রক্ষণাবেক্ষণ কাজে স্থানীয় উপকরণ ব্যবহার করে। এলজিইডি বিস্তৃত ও বহুমূখী কর্মসূচীতে যথাঃ সড়ক নির্মান, সেতু/কালভার্ট নির্মান, বাজার উন্নয়ন, জনসংহতি বৃদ্ধি, ক্ষমতায়ন এবং পরিবেশ সংরক্ষণে কাজ করে।এর ধারাবাহিকতায় এলজিইডির সকল কর্মকর্তাগণ নিয়মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস